অনলাইন ডেস্ক
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম কিবরিয়া (৩০) নামের এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের সমিতি বাজার মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহত মো. গোলাম কিবরিয়া উপজেলার চরজুবলি ইউনিয়নের মধ্য ব্যাগ্যা গ্রামের মো.মোজাহের আহমদের ছেলে এবং স্থানীয় সমিতি বাজার মাদরাসার সহকারি শিক্ষক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে শিক্ষক গোলাম কিবরিয়া নতুন ঘরে বিদ্যুতের লাইন সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়।
খোঁজ নিয়ে জানা যায়, তিনি যখন ঘরে বিদ্যুতের লাইন সংযোগ দিচ্ছেন তখন বিদ্যুৎ ছিল না। তিনি হাত দিয়ে ধরে বিদ্যুতের লাইন সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এমন সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।