পূর্ব শত্রুতার জেরে নেত্রকোনা দুর্গাপুরে দুর্বৃত্তদের হামলায় উপজেলা নবীন লীগ সভাপতি মোটর সাইকেল গ্যারেজ মালিক কাউসার তালুকদার (২০) নিহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশ স্থানীয় মেহেদী হাসান সাহসের দাদা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইমাম হোসেন আবু চাঁন, সাহসের চাচাতো ভাই পরশ ও চাচা জুলহাস উদ্দিন নামে তিন জনকে আটক করেছে। মঙ্গলবার মধ্যরাতে পৌর শহরের দক্ষিণপাড়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা কাউসারকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাতেই তার মৃত্যু হয়। কাউসার উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা গ্রামের মৃত আলাল উদ্দিন তালুকদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব থেকে তুচ্ছ ঘটনা নিয়ে কাউসার তালুকদারের সাথে মেহেদী হাসান সাহসদের বিরোধ চলে আসছিল। এরই জেরে বেশ কিছুদিন পূর্বে সাহসের ছোটভাই পরশকে মারধর করেন কাউসার। মঙ্গলবার রাতে দক্ষিণপাড়া মোড় এলাকায় প্রতিদিনের ন্যায় নিজ গ্যারেজে বসেই কাজ করছিলেন কাউসার। এসময় সাহস সহ বেশ কয়েকজন মোটর সাইকেলযোগে গ্যারেজে এসে হামলা চালিয়ে কাউসারকে এলােপাথারি কুপিয়ে আহত করে। কাউসারের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় রাতেই ময়মনসিংহ মেডিকেলে মারা যান কাউসার। এদিকে পুলিশ সাহসের দাদা, ভাই ও চাচাকে আটক করে।
দুর্গাপুর থানার ওসি মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্দেহজনক ভাবে তিন জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা