অনলাইন ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্সির এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে এ মন্তব্য করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সংবাদমাধ্যমটি বলছে, কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ফোনালাপে তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, “নেতানিয়াহু আবারও প্রমাণ করেছেন, তিনি এই অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি।”
তুরস্কের প্রেসিডেন্সি জানায়, ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার কারণে যে সংঘাত শুরু হয়েছে, তা নিয়ে এরদোয়ান কূটনৈতিক যোগাযোগ জোরদার করেছেন এবং তিনি এই সহিংসতার বৃত্ত থামাতে তার প্রচেষ্টা চালিয়ে যাবেন।
এরদোয়ান আরও বলেন, “ইসরায়েলের হামলা যেন গাজায় চলমান মানবিক বিপর্যয় ও গণহত্যাকে আড়াল করে না, তা নিশ্চিত করতে হবে। এই অস্থিরতা যেন সিরিয়াকেও না গ্রাস করে, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে।”
২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ভাষায় কথা বলে আসছেন প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি ইসরায়েলকে “সন্ত্রাসী রাষ্ট্র” বলে আখ্যা দিয়েছেন এবং বিভিন্ন সময় নেতানিয়াহুকে হিটলারের সঙ্গেও তুলনা করেছেন।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে নতুন কূটনৈতিক উদ্যোগও শুরু হয়েছে, যার নেতৃত্ব দিতে চাইছে আঙ্কারা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা