অনলাইন ডেস্ক
২০১৮ সালের ১০ই সেপ্টেম্বর নির্মাণকাজ শুরু হয় ঝালকাঠির চাঁদকাঠি বিদ্যুৎ উপকেন্দ্রের। তবে চার বছর পার হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান এটি হস্তান্তর করতে পারেনি। ২০২১ সালের জুন মাসে উপকেন্দ্রটি হস্তান্তরের কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণ দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ২০২৩ সালের মে মাস পর্যন্ত সময় নেয়।
একই প্রকল্পের আওতায় একই সময়ে কাজ শুরু হওয়া বরিশালের চাঁদমারি উপকেন্দ্রটি ২০২১ সালেই চালু করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্থানীয় দায়িত্বপ্রাপ্তরা জানান, ঝালকাঠির উপকেন্দ্রটির দু’টি ট্রান্সফরমারের একটি নষ্ট থাকায় হস্তান্তর করতে পারেনি। তবে ভারত থেকে নতুন ট্রান্সফরমার আনার প্রক্রিয়া চলছে। যদিও ঠিকাদারি প্রতিষ্ঠানের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। নির্ধারিত সময়ের অনেক পরও উপকেন্দ্রটি চালু না হওয়ায় ক্ষোভ জানান স্থানীয়রা।
এ প্রকল্পের দায়িত্বে থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী প্রকৌশলী জানালেন, উপকেন্দ্রটির নির্মাণকাজ শেষ। ঠিকাদারকে নতুন ট্রান্সফরমার দ্রুতবসানোর তাগিদ দেয়া হয়েছে।ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির ঝালকাঠি জোনের আওতায় প্রায় ২৫ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা