পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্য ও অনলাইন পোর্টাল আগামী নিউজ ডটকমের ক্রাইম রিপোর্টার মোস্তাফিজুর রহমান সুমনের ওপর হামলাসহ কয়েকজন সদস্যকে লাঞ্ছিত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ডিআরইউ।
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় আজ শনিবার বেলা ১১টার দিকে মোহাম্মাদপুর এলাকার রায়েরবাজার সাদেক খান রোডে সন্ত্রাসী হামলার শিকার হন মোস্তাফিজুর রহমান সুমন।
সন্ত্রাসীরা তাকে মারধর এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় গুরুতর আহত সুমনকে প্রথমে জেএইচ শিকদার উইমেনস’ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে, বেলা সোয়া ১১টার দিকে মাদারটেক আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে কয়েকজন সাংবাদিককে শারীরিকভাবে নাজেহাল করে সন্ত্রাসীরা। এ সময় ডিআরইউ সদস্য দৈনিক নয়াদিগন্তের স্টাফ রিপোর্টার শামছুল ইসলাম, ইনকিলাবের স্টাফ রিপোর্টার ফারুক হোসাইনের নির্বাচন কমিশন থেকে দেওয়া পরিচয়পত্র কেড়ে নিয়ে তাদের মোবাইলের সব তথ্য মুছে ফেলা হয়।
এছাড়া গেন্ডারিয়ায় ৪৬ নম্বর ওয়ার্ডের জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদ্রাসা ভোটকেন্দ্রে বাংলাদেশ প্রতিদিনের মাহবুব মমতাজী শারীরিকভাবে হেনস্তার শিকার হন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী এক বিবৃতিতে এসব ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন।
ডিআরইউ নেতৃবৃন্দ, জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। অন্যথায়, ডিআরইউ সদস্যদের ওপর হামলার প্রতিবাদে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা