ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ‘এই নির্বাচনকে ঘিরে ঢাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছে। বর্তমানে একটা ক্রান্তিকাল চলছে। কোনও গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই। এজন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছে। সবাইকে নিয়ে আমরা এই পরিস্থিতি মোকাবিলা করবো। নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত।’
মঙ্গলবার বেলা পৌনে তিনটায় রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। নির্বাচন কমিশনের প্রতি আস্থা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইশরাক বলেন, ‘নির্বাচন কমিশনের (ইসি) কাছে এটি দ্বিতীয় সুযোগ। নির্বাচন কেমন হয়েছে তা ৩০ জানুয়ারির নির্বাচনে সবাই দেখেছে। তারপরও একজন প্রার্থী হিসেবে তাদের কাছে কী ধরনের আস্থা থাকতে পারে প্রার্থী হিসেবে এ প্রশ্ন আমি জাতির কাছে রাখতে চাই। যেহেতু আরও একটা সুযোগ এসেছে তাদের ভুল সংশোধনের। আমি চাইবো তারা সেটা করবেন।’
নির্বাচনের পরিবেশ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে কথা বলার সময় এখনও আসেনি। আরও কিছুদিন পার হলে বলা যাবে। তখন আপনারাও দেখতে পাবেন।’
দেশে আজ উন্নয়নের ধুয়া তোলা হয়েছে কিন্তু কোনও উন্নয়ন হয়নি মন্তব্য করে এ মেয়র প্রার্থী বলেন, ‘উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করা হয়েছে। আমরা উচ্চশিক্ষিত, আমরা জানি কীভাবে উন্নয়ন করতে হয়। বিশ্বের সবচেয়ে নামিদামি বিশেষজ্ঞ এনে ঢাকাকে উন্নত করা কোনও ব্যাপারই ছিল না। গত ১২ বছরে উন্নয়নের নামে যে পরিমাণ অর্থপাচার করা হয়েছে, সে অর্থ যদি বাংলাদেশের ইকোনমিতে থাকতো তাহলে শুধু ঢাকা নয়, আরও পাঁচটি মহানগরকে উন্নত শহরে রূপ দেওয়া যেতো। এই দেশ আসলেই মধ্যম আয়ের দেশে উন্নীত হতো।’
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা