নিখোঁজের চার দিন পর মুক্তিযোদ্ধা আইনজীবী মিঞা মোহাম্মদ হাসান আলী রেজার (৭৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল পৌরসভার ৩নং ওয়ার্ডের আকুরটাকুর পাড়া এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, তিনি কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি সায়েদুর রহমান জানান, সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। খবর পেয়ে নিহত মিঞা মোহাম্মদ হাসান আলী রেজার ছেলে লিটু এসে তার বাবার লাশ সনাক্ত করেন।
প্রসঙ্গত, গত সোমবার টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়ার বাসা থেকে চা খাওয়ার জন্য বের হন হাসান আলী রেজা। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এরপরে নিখোঁজের ব্যাপারে পরদিন মঙ্গলবার টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা