অনলাইন ডেস্ক
তাকে বলা হয়ে থাকে নাইজেরিয়ার সবচেয়ে বেশি সময় কারাগারে থাকা রাজনৈতিক নেতা। ১৯৩৩ সালে জন্ম নেয়া এই নারীকে মোট ১৬ বার কারাবন্দি করা হয়েছিল। শুধু তাই না, বন্দি অবস্থায় তার ওপর চালানো হয়েছে অকথ্য অমানবিক নির্যাতন। একবার তার মাথা কামানো হয়েছিলো বোতলের ভাঙা টুকরো দিয়ে। চিন্তা করা যায়! তার অপরাধ কি ছিলো জানেন? তিনি নাইজেরিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা ও নারীদের ভোটাধিকারের জন্য দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছেন। কথা বলেছেন বিভিন্ন অন্যয্য ট্যাক্সের বিরুদ্ধে। পাশপাশি সংগ্রাম করেছেন নারীদের অল্প বয়সে বিয়ে, জোরপূর্বক বিয়ে ও মা হওয়া, অশিক্ষা ও পর্দাপ্রথার বিরুদ্ধে। আর এইসব আন্দোলনের কারণে জীবনের বেশিরভাগ সময় কারাগারে কাটাতে হয়েছে এই নারীকে। তার নাম হাজিইয়া গাম্বো সাওয়াবা।
সাওয়াবার জীবনের গল্প শুরু ১৯৩৩ সালের ১৫ ফেব্রুয়ারি। মাত্র ১০ বছর বয়সে বাবাকে হারান সাওয়াবা। এর ৩ বছর পর মারা যান মা। মাত্র ১৩ বছর বয়সে বিয়ের পিড়িতে বসেন কিশোরী সাবা। স্বামী যুদ্ধ ফেরত সৈনিক আবুবকর ডান সারকিন। আর মা হন ১৬ বছরে। কিন্তু এ বিয়ে সুখের হয়নি তার। এত অল্প বয়সের বিয়ে কি কখনও সুখের হতে পারে! এ কারণেই আজীবন বাল্যবিয়ে আর অল্পবয়সে সন্তান ধারণের বিরুদ্ধে লড়াই করেছেন হাজিইয়া গাম্বো সাওয়াবা।
আরোও পড়তে পারেন : চট্টগ্রামে বিএনপির তারুণ্যের সমাবেশ, কড়া রোদেও জনস্রোত