অনলাইন ডেস্ক
রাজধানীতে জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। যুদ্ধ সংঘাত বন্ধ করে বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি নারী ও শিশু সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিতের লক্ষ্যে ৩০ বছর ধরে কাজ করছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট-আইসিপিডি। সংস্থার ৩০ বছর পূর্তিতে, ঢাকায় আয়োজন করা হয় ২ দিনব্যাপী বৈশ্বিক সংলাপ। বাংলাদেশ, বুলগেরিয়া ও জাপান সরকারের যৌথ উদ্যোগে এ সংলাপের আয়োজন করেছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ। অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে অংশ নিয়েছেন ৪৮টি দেশের ২০০ প্রতিনিধি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারীদের উন্নয়নে নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।
তিনি বলেন, এক সময় এদেশের নারীরা পিছিয়ে থাকলেও এখন তারা সমাজের মূল স্রোতে উঠে এসেছে।
ইসরাইলের হামলায় ফিলিস্তিনে নারী ও শিশুরা চরম সংকটে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ যুদ্ধ বন্ধ করতে হবে। সেখানকার নারী ও শিশুদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নিতে হবে।
ভবিষ্যৎ নিরাপদ বিশ্বের জন্য নারী শিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিত করারও আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা