ওই পরিবারের একজন ঘুম থেকে উঠে সিগারেট ধরানোর জন্য ম্যাচের কাঠি ধরালে আগুনের সূত্রপাত হয়। ঘর বন্ধ থাকায় লিকেজ থেকে হয়তো গ্যাস জমে ছিল।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নূরজাহান বেগম (৬০) নামে একজন নিহত হয়েছেন।
সোমবার বেলা ১১ টায় তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার শরীর শতভাগ বার্ন ছিল।
উল্লেখ্য, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সাইনবোর্ড এলাকার একটি পাঁচ তলা ভবনের নিচ তলায় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ দুর্ঘটনায় দগ্ধ হন আটজন।
বরগুনায় করোনা সন্দেহে চীনফেরত ছাত্র হাসপাতালে
দগ্ধরা হলেন- কিরণ মিয়া (৪৫), আবুল হোসেন (২৫), হিরণ মিয়া (২৫), মুক্তার হোসেন (২০), কাওসার হোসেন (১৬), আপন (১০) ও লিমা (৩)।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
দগ্ধদের এক স্বজন জানান, ওই পরিবারের একজন ঘুম থেকে উঠে সিগারেট ধরানোর জন্য ম্যাচের কাঠি ধরালে আগুনের সূত্রপাত হয়। ঘর বন্ধ থাকায় লিকেজ থেকে হয়তো গ্যাস জমে ছিল।
Like & Share our Facebook Page: Facebook