আরও একটা নতুন বছর। উদযাপনের পাশাপাশি যা কিছু নতুন, তাই নিয়েই আমাদের মনে থাকে হাজারো প্রশ্ন।
নতুন বছর মানেই নিউ ইয়ার রেজলিউশন। নতুন বছর মানেই পুরনোকে ভুলে নতুন ভাবে সব কিছু শুরু করা।
নতুন বছরে জীবনে যে যে পরিবর্তনগুলি আপনি চান, তার হিসেবেই আমরা তৈরি করে ফেলি নিউ ইয়ার রেজলিউশনের তালিকা।
চারপাশে সব নতুন নতুন বলে এই সময়ের রেজলিউশন বেশ কার্যকর হয়। দেখে নিন এমনই একটি রেজলিউশন তালিকা-
* গত বছর যা রিজোলিউশন নিয়েছিলেন, তা মাঝপথেই ছেড়ে দিয়েছেন। এবারের প্রথম রিজোলিউশনটি হোক গত বছরের সব অর্ধসমাপ্ত কাজ শেষ করা।
* আকাশে স্বপ্নের ফানুস না উড়িয়ে, এমন রিজোলিউশন নিন যা সম্পূর্ণ করা সম্ভব এবং যা সত্যিই আপনার জীবনে পরিবর্তন আনবে।
* মাঝে মাঝে খতিয়ে দেখবেন যা রিজোলিউশন বছরের শুরুতে করেছিলেন, তা কতদূর মেনে চলছেন। তাহলেই নিজের কাছে নিজের প্রতিশ্রুতি রাখাটা সহজ হবে।
* সবাইকে ভালোবাসুন, যত্ন করুন। সবার প্রতি সমবেদনা থাক আপনার মনে। তাহলেই আপনিও সুখে থাকবেন।
* কাউকে খারাপ কথা বলা, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা খুব সহজ। বরং সবার সঙ্গে ভালো ব্যবহার করাটাই কঠিন। এবারের নিউ ইয়ার রিজোলিউশনে তাই থাক সব সময় সবার সঙ্গে ভালো ব্যবহার করা।
* আপনার বাড়ির লোকেদের বাড়ির কাজে সাহায্য করুন। কেউ সারাদিন কাজ করছেন, আর আপনি বিশ্রামে রয়েছেন, এটা মোটেও ভালো নয়। সবাই মিলে একসঙ্গে কাজ করুন। কাজ মিটে গেলে একসঙ্গে সবাই মিলে রিল্যাক্স করবেন।
* পরিবারের প্রবীণদের, শিক্ষকদের এবং মহিলাদের কখনও অশ্রদ্ধা করা উচিত নয়। সবার প্রতি শ্রদ্ধা বজায় রাখুন।
* সকালে উঠে নিজের দুই হাতের তেলো ঘষে চোখের সঙ্গে কয়েক সেকেন্ড চেপে ধরে রাখুন।
* যাদের সাহায্যের প্রয়োজন, তাদের দিকে সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিন।
* যে সব মানুষদের নীতিগত চরিত্র ঠিক নয়, তাদের থেকে দূরে থাকুন। মিথ্যেবাদী, অসত্, হিংস্র প্রকৃতির মানুষদের সঙ্গে মেলামেশা না করাই ভালো।
* নিজের ভবিষ্যত্ জীবন ভালো ভাবে উপভোগ করতে হলে নিজেকে ফিট রাখা জরুরি। প্রতিদিন ওয়ার্ক আউট অবশ্যই করবেন।
* সময়ের কাজ সময়ে শেষ করুন। একসঙ্গে একগাদা কাজ ধরে সবই অর্ধসমাপ্ত করে ফেলে রাখবেন না।
* জীবনের প্রতি পজিটিভ অ্যাপ্রোচ রাখুন। চিন্তাভাবনা নেগেটিভ হলেই তার খারাপ প্রভাব আপনার জীবনে পড়বে।
* কোনও রকম নেশাই কিন্তু ভালো না। আপনার যে কোনওরকম নেশা থাকলে এবার ছেড়ে দেওয়ার সময় এসে গিয়েছে।
* মিথ্যে কথা বলা ত্যাগ করুন। সত্ ও বিশ্বাসী হওয়া একজন মানুষের জীবনের মহত্ গুণ।
* নিজের জীবনকে গুছিয়ে নিয়ে চলতে হলে নিয়মানুবর্তিতা অত্যন্ত প্রয়োজনীয়। জীবনে কিছু নিয়ম মেনে চলতে না পারলে গোটা জীবনটাই শেষ হয়ে যেতে পারে।
* জীবনের সাধারণ জিনিসে আনন্দ পেতে শিখুন। মনে আছে ছোটবেলায় একটা সামান্য ক্যান্ডি ও রংচঙে পুতুল আপনাকে কতটা আনন্দ দিতে পারত। সেই সরলতা ফিরিয়ে আনার চেষ্টা করুন।
* পরিবারের সঙ্গে সময় কাটান। নিজের কেরিয়ার অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু পারিবারিক জীবন উপেক্ষা করে নয়। পরিবারের সঙ্গে নতুন বছরে আরও একটু বেশি সময় কাটান। ইন্ডিয়া টাইমস।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা