বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বে সর্বমোট সনাক্তকৃত করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা ৮২২৯৪ (গত ২৪ ঘন্টায় নতুন রোগী ১১৮৫)। মোট সনাক্তকৃত রোগীর মধ্যে চীনে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮৬৩০ জন। আক্রান্ত রোগীর মধ্যে মোট মৃতের সংখ্যা ২৮০৪ জন। নতুন করে নয়টি দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে, ব্রাজিল (১টি), ডেনমার্ক (১টি), এস্টোনিয়া (১টি), জর্জিয়া(১টি), গ্রিস (১টি), নরওয়ে (১টি), পাকিস্তান (২টি), রোমানিয়া (১টি), উত্তর মেসিডোনিয়া (১টি)।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সিঙ্গাপুরে এ যাবৎ ৯৬ জন কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন ২২ জনের পরিস্থিতি স্থিতিশিল, পরিস্থিতি আশঙ্কাজনক ৮ জনের এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৬ জন। সিঙ্গাপুরে মোট ৪ জন বাংলাদেশের নাগরিক কোভিড-১৯ সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১ জন আইসিইউ-তে আছেন এবং তাঁর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ১ জন বাংলাদেশের নাগরিক সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাংলাদেশে সিঙ্গাপুরের দূতাবাস থেকেও আমাদেরকে সিঙ্গাপুর পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়া পরিস্থিতি প্রসঙ্গে জানায়, দক্ষিণ কোরীয়ার সিডিসি এর সূত্র অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় এ যাবৎ কোভিড-১৯ আক্রান্ত মোট রোগীর সংখ্যা ২০২২। কোভিড-১৯ আক্রান্ত রোগীর মধ্যে শারীরিক পরিস্থিতির উন্নতির কারণে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৬ জন এবং মোট মৃতের সংখ্যা ১৩ জন। এমতাবস্থায় বাংলাদেশ দক্ষিণ কোরিয়া পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।
ইতালি পরিস্থিতি প্রসঙ্গে আইইডিসিআর জানিয়েছে, ইউরোপিয়ান সিডিসি থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ইতালিতে এখন পর্যন্ত ৪০০ জন কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছেন। মোট সনাক্তকৃত রোগীর মধ্যে ৫ জনের চীন ভ্রমনের ইতিহাস রয়েছে এবং এখন পর্যন্ত মৃত্যু বরন করেছেন ১২ জন। পররাষ্ট্র মন্ত্রলালয় ও ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
সংযুক্ত আরব আমিরাত পরিস্থিতি প্রসঙ্গে আইইডিসিআর জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে মোট ১৩ কোভিড-১৯ আক্রান্ত এবং আমিরাতে বাংলাদেশের একজন নাগরিক কোভিড-১৯ আক্রান্তের খবর পাওয়া গেছে। তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। পররাষ্ট্র মন্ত্রলালয় ও আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
অন্যান্য দেশে প্রবাসী বাংলাদেশীদের স্বাস্থ্য পরিস্থিতি প্রসঙ্গে আই্ইডিসিআর জানায়< অন্যান্য কোন দেশে এখনো পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশী কোভিড-১৯ আক্রান্ত হন নি। দিল্লীতে উহান থেকে আগত ২৩ জন বাংলাদেশী শহর দিল্লী থেকে ৪০ মাইল দূরে এক কোয়ারেন্টিনে আছেন।
আইইডিসিআর-এর ভাইরোলজি ল্যাবরেটরিতে সন্দেহজনক কোভিড-১৯ আক্রান্তদের নমুনা পরীক্ষা করে এ যাবৎ কারো নমুনাতে কোভিড-১৯ পাওয়া যায় নি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালনায় আন্তর্জাতিক বিমান বন্দরসমূহ, সমুদ্র বন্দরমূহ, স্থল বন্দরসমূহে বিদেশ থেকে আগত সকল যাত্রীর তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। আজ কোনো কোভিড-১৯ লক্ষণযুক্ত যাত্রী পাওয়া যায় নি। এপর্যন্ত দেশে ফেরত ৩৬৭০৪১ জনের ভাইরাস স্ক্রিনিং করা হয়েছে। আর আইইডিসিআর এর ল্যাবরেটরীতে এ সংক্রান্ত টেস্ট করেছে ৮৫ জন।
কোভিড -১৯ সম্পর্কে কোন জিজ্ঞাস্য থাকলে আইইডিসিআর-এর লাইন নম্বর এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে। ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা