অনলাইন ডেস্ক
নতুন অর্থবছরের জন্য ঘোষিত বাজেটে দেশের প্রতিটি আদালতকে ই-কোর্টে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে ভূমি নিবন্ধন ব্যবস্থাপনাও ডিজিটাইজেশন করার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
এ লক্ষ্যে নতুন অর্থবছরে বিচার বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে দুই হাজার ৭৫ কোটি টাকা, যা গত অর্থবছরের চেয়ে ১৩৪ কোটি টাকা বেশি।
জাতীয় সংসদে ঘোষিত ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে এক হাজার ৮১৩ কোটি টাকা। গত অর্থবছরে ছিল এক হাজার ৭৩৯ কোটি টাকা।
এছাড়া নতুন বছরে লেজিসলেটিভ ও সংসদ বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৭ কোটি টাকা, যা গত বছরের তুলনায় এক কোটি টাকা কম।
আর নতুন অর্থবছরে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের জন্যও বরাদ্দ বাড়ানো হয়েছে। এ বছর বরাদ্দ দেয়া হয়েছে ২২৫ কোটি টাকা, গত বছর যা ছিল ১৮৭ কোটি টাকা।
বিচার বিভাগ সম্পর্কে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার (৩ জুন) তার বাজেট বক্তব্যে বলেন, ‘বিচার কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির জন্য তথ্য-প্রযুক্তি সংশ্লিষ্ট প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক বিচার ব্যবস্থাকে ডিজিটাইজড করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে লক্ষ্যে ই-জুডিশিয়ারি প্রকল্পের আওতায় দেশের সামগ্রিক বিচার ব্যবস্থাকে ডিজিটাইজড করা হবে। দেশের প্রতিটি আদালতকে ই-কোর্টে পরিণত করা হবে। অধস্তন আদালতগুলোর বিচারাধীন মামলার বর্তমান অবস্থা, শুনানির তারিখ, ফলাফল এবং পূর্ণাঙ্গ রায় নিয়মিতভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’