অনলাইন ডেস্ক
জয়পুরহাটের পাঁচবিবিতে বজ্রপাতে দুইজন কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
উপজেলার রতনপুর গ্রামে সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব তথ্যগুলো নিশ্চিত করেছেন।
মৃত ব্যক্তিরা হলেন জোড়পুকুরিয়া এলাকার দেলোয়ার হোসেন দুলাল ও চৌধুরীপাড়া এলাকার মোফাজ্জল হোসেন।
বজ্রপাতে আহত হয়ে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি আছেন এন্তাজুল ইসলাম, সাব্বির হোসেন, খলিল তরফদার ও সিরাজুল ইসলাম। তাদের বাড়ি রতনপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ধরঞ্জি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব মাহমুদুল আলম জানান, ওই কৃষকরা জমিতে ধানের চারা রোপণ করছিলেন। এ সময় প্রবল বৃষ্টি শুরু হলে মাঠের মধ্যে থাকা সেচ পাম্পের ঘরে দুইজন ও বাকিরা বিভিন্ন জায়গায় আশ্রয় নেন। সে সময় বজ্রপাতে সেচ পাম্পের ঘরে থাকা দুই কৃষক ঘটনাস্থলে মারা যান।
স্থানীয়রা গিয়ে আহতদের হাসপাতালে পাঠায়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা