অনলাইন ডেস্ক
যশোরের অভয়নগর উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সিদ্দিপাশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তরিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে সিদ্দিপাশা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের সদস্য তরিকুল ইসলাম গতরাতে এক গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। সে সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তরিকুল পালিয়ে যায়।
এ বিষয়ে সেই নারী রাতেই অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেন।
এর ভিত্তিতে অভয়নগর থানা পুলিশ গভীর রাতে অভিযুক্ত ইউপি সদস্য তরিকুল ইসলামকে আটক করে।
অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এক গৃহবধূর লিখিত অভিযোগের সত্যতা পেয়ে ইউপি সদস্য তরিকুল ইসলামকে আটক করা হয়েছে।’
আরোও পড়তে পারেন : কক্সবাজারে এনসিপি নেতা কারাগারে, প্রতিবাদে সড়ক অবরোধ