অনলাইন ডেস্ক
অনুশীলনের ফাঁকে মিরপুরে আজ বুধবার (১৪ আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হন ইবাদত। সেখানে জানান, ফিরতে চান ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা আছে। তার আগেই সুস্থ হতে চান ইবাদত। তিনি বলেন, ‘লক্ষ্য আছে যেন ভারতের সঙ্গে খেলতে পারি। ভারতের বিপক্ষে দুটি টেস্ট আছে। এখন দেখতে হবে টেস্ট দিয়ে ফেরার মতো কতটুকু ফিট আছি।’
বোলিংয়ে এখনও পূর্ণ ছন্দ ফিরে পাননি ইবাদত। বোলিংয়ের পাশাপাশি অনুশীলন করছেন ব্যাটিং ও ফিল্ডিং নিয়ে। ফিটনেস নিয়ে চলছে পুরোদমে কাজ। আগের চেয়ে উন্নতি হচ্ছে ইবাদতের বোলিংয়ে। তার কাছে যা ইতিবাচক। নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে বেশ এগিয়েছেন বলে মনে করেন তিনি।
বাংলাদেশি পেসার বলেন, ‘প্রায় এক বছর যেহেতু খেলার বাইরে, আমার বোলিংয়ে ছন্দ না থাকা স্বাভাবিক। তবে, এখন একটু একটু করে তা ফিরে পাচ্ছি। আমি আমার রিদম খুঁজে পাচ্ছি, এটা ইতিবাচক দিক। এই সময়টায় ব্যাটিং নিয়েও কাজ করছি। ফিল্ডিং নিয়ে কাজ করছি।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা