অনলাইন ডেস্ক
সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও দুই দেশের নানা বিষয়ে রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো। চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে চলে ঘন্টাব্যাপী এ বৈঠক। এসময় দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়সহ অর্থনৈতিক কর্মকান্ড, বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
পরে সাংবাদিকদের বৈঠকের বিষয় তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব নয়।এসময় ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র সম্পর্কেও কথা বলেন তিনি।
জাতীয় প্রেসক্লাবে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, পতিত সরকারের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র সফল হবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।
এদিকে, একইস্থানে আরেক প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দ্রুত নির্বাচনে পথে হাঁটতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার সংগ্রামকে কাঙ্খিত লক্ষ্যে নিতে সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির কেন্দ্রীয় নেতারা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা