অনলাইন ডেস্ক
করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরুর পর থেকে তা গ্রহণ করেছেন ২৪ লাখ ৫৮ হাজার ২২৩ জন।
এর মধ্যে পুরুষ ১৬ লাখ ৬ হাজার ৮৬৫ জন এবং নারী ৮ লাখ ৫১ হাজার ৩৫৮ জন।
আর প্রথম ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ২৯১ জন। এর মধ্যে ৩৬ লাখ ৮ হাজার ৬১৬ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১০ হাজার ৬৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে: শনিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেছেন মোট ৭২ লাখ ৩৪ হাজার ৭৫৪ জন৷
রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ দেয়া হয়। গত ৮ এপ্রিল থেকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে।