অনলাইন ডেস্ক
স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আবদুর রব বলেছেন, কয়েক দিনে বাংলাদেশে প্রশাসনিক ও সামাজিক নিষ্ক্রিয়তায় ধর্মীয় সহিংসতা সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়ায় সামাজিক সম্প্রীতি ঝুঁকিতে পড়েছে, দেশের রাজনীতি ও শাসন ব্যবস্থা অচল হয়ে পড়েছে। এই ঘটনার গভীর তাৎপর্য থেকে অবশ্যই আমাদের শিক্ষাগ্রহণ করতে হবে। রোববার (২৪ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মোহাম্মদ শাহজাহানের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আ স ম রব বলেন, গণতান্ত্রিক শক্তির অনুপস্থিতিতে যেকোনো ধরনের জাতীয় বা আন্তর্জাতিক সংকট মোকাবিলায় রাষ্ট্র অক্ষম বা অকার্যকর হয়ে পড়ে। দীর্ঘস্থায়ী অপশাসনে বাংলাদেশ নামক রাষ্ট্রটিও চরম ঝুঁকিতে। গণতান্ত্রিক সুশাসনের অভাবে বাংলাদেশে সামাজিক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, জাতীয় ঐক্যের বন্ধন আলগা হয়ে যাচ্ছে, ধর্মীয় সহিংসতায় কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে এবং সর্বোপরি নৈরাজ্য বিস্তার লাভ করছে।
তিনি বলেন, এমতাবস্থায় বিদ্যমান গভীর সংকট উত্তরণে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে জ্ঞান-বিজ্ঞান সাহিত্য-সংস্কৃতির সব ক্ষেত্রে উচ্চতর বিকাশের মাধ্যমে জাতীয় জাগরণ গড়ে তুলতে হবে। এই জাগরণের মধ্য দিয়েই জাতিকে নৈতিকভাবে পুনরুজ্জীবিত এবং ঐক্যবদ্ধ করা সম্ভব হবে। সে লক্ষ্যে গণআন্দোলন ও গণজাগরণের মাধ্যমে ‘জাতীয় সরকার’ গঠনের আন্দোলনকে তীব্রতর করতে হবে।