অনলাইন ডেস্ক
করোনা নিয়ে মানুষ যখন কিছুটা স্বস্তিতে আছে, সেই সময় আতংক হয়ে দেখা দিয়েছে ডেঙ্গু। গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ৭৪ জন। প্রতিদিনই দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হন পাঁচ শতাধিক রোগি। ১০ই অক্টোবর সকাল ৮ থেকে মঙ্গলবার সকাল ৮ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ঢাকায় রোগি ভর্তি হয়েছে ৪৬২ জন। আর ঢাকার বাইরে ২১৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বেশি ডেঙ্গু রোগি ঢাকা বিভাগে। এরপর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রাজশাহীতেও কিছু রোগি পাওয়া যাচ্ছে। তবে, সবচেয়ে কম রোগি রংপুর ও সিলেট বিভাগে। রাজধানীর মুগদা, মিরপুর, শেখেরটেক, রামপুরাসহ বিভিন্ন এলাকা থেকে রোগি বেশি পাওয়া যাচ্ছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.শামীম আহসান জানালেন, চট্টগ্রামে রোগি বাড়ায় হাসপাতালে আলাদা কর্নার চালু করা হয়েছে।
বান্দরবান ও খাগড়াছড়ির মতো দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে আক্রান্ত অনেকে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক রাজীব দে সরকার জানালেন, ডেঙ্গুর ৪টি ধরণের মধ্যে তৃতীয় ধরণে মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। আর জ্বর কমে যাওয়ার পরই বেশি ঝুঁকি দেখা দিচ্ছে।
শরীর ব্যথাসহ তিনদিনের বেশি জ্বর থাকলে অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন তারা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা