অনলাইন ডেস্ক
পরবর্তীরেত খবর পেয়ে শনিবার (৮ মার্চ) ওই শিশু ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য মির্জাপুর থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির বাবা প্রবাসী। সম্প্রতি ওই শিশু তার নানির বাড়িতে বেড়াতে যায়। ঘটনার দিন কুড়িপাড়া গ্রামের নওশের মিয়ার ছেলে সিএনজি চালক ফিরোজ মিয়া (৪৫) তাদের জমিতে সার দিচ্ছিলেন। এ সময় পাশেই শিশুটি গাছ থেকে বড়ই পাড়ছিল। ফিরোজ শিশুটিকে ফুসলিয়ে পাশের একটি শৌচাগারে নিয়ে ধর্ষণ করেন। একই সঙ্গে মুঠোফোনে ভিডিও ধারণ করেন। ধর্ষণের কথা কাউকে বললে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেন এই ধর্ষক।
ওই ঘটনার পরই শিশুটি চুপচাপ হয়ে যায়। পরিবারের সদস্যরা এর কারণ খুঁজতে থাকেন। অনেক চেষ্টার পর শিশুটি তার মাকে ঘটনার বিস্তারিত জানায়। পরে ঘটনাটি প্রতিবেশীদের মধ্যে জানাজানি হয়।
এরপর ধর্ষণকাণ্ড ধামাচাপা দিতে এক সপ্তাহ পর কয়েকজন গ্রাম্য মাতব্বর সালিশের আয়োজন করেন। সেখানে ফিরোজকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের চাপে পড়ে শিশুটির মা ‘বিচার’ মানতে বাধ্য হন। জরিমানার টাকার মধ্যে ৯২ হাজার টাকা তাকে দেওয়া হয়েছে বলে শিশুটির মা জানিয়েছেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা