দুর্গাপূজায় এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু’দিন ছুটি বাড়িয়ে ৫ দিন করা হয়েছে।
আগে ছুটি ছিল ৩ দিন তার সঙ্গে দু’দিন যোগ হয়ে ছুটি হবে ৫ দিন। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ৫-৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।
বুধবার সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন এ তথ্য জানিয়েছেন।
সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ে ৮৫ দিন আর প্রাথমিকে ৭৫ দিন বাৎসরিক ছুটি নিয়েও ক্ষোভ ছিল প্রাথমিকের শিক্ষকদের। এ কারণে অধিদফতর প্রাথমিক বিদ্যালয়ের পূজার ছুটি বাড়ানোর জন্য সুপারিশ করে মন্ত্রণালয়ে। এরপর ছুটি দু’দিন বাড়ানো হলো।
আগামী ৪ অক্টোবর ষষ্ঠী। আর ৯ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা।
প্রতি বছর দশমীর আগের দিন, দশমীর দিন এবং পরের দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ। এবার সপ্তমী থেকে দশমীর পরদিন পর্যন্ত ছুটি থাকবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা