অনলাইন ডেস্ক
এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী দুর্গাপূজা চলাকালে অবৈধ অনুপ্রবেশ, পাসপোর্ট ও ভিসাবিহীন পারাপার এবং চোরাচালান কার্যক্রম রোধে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখার বিষয়ে একমত হয়।
বিজিবি জানায়, সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত এলাকায় ১৫টি বিওপি/ক্যাম্প ও একটি বেইজ ক্যাম্পের মাধ্যমে মোট ৪৭টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে দায়িত্বপ্রাপ্ত পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করা হচ্ছে। এ ছাড়া, স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে।
৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। সীমান্তে যে কোনো অবৈধ তৎপরতা প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা