অনলাইন ডেস্ক
চট্টগ্রাম ও ঢাকার গ্যাস সংকট দু -একদিনের মধ্যে কেটে যাবে। কাল থেকে শিল্প কারখানার গ্যাস সংকট পরিস্থিতির অনেকখানি উন্নতি হবে বলে আশ্বাস জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ রোববার (২১শে জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
গ্রাহকদের ধৈর্য্য ধরতে বলে মন্ত্রী বলেন, আগামী তিন বছরের মধ্যে সবার জন্য গ্যাসের মিটার নিশ্চিত করা হবে। সব বাসাবাড়িতে প্রিপেইড গ্যাস মিটার সংযোগ দিয়ে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা হবে। এজন্য তিন বছর সময় লেগে যাবে।
তিনি বলেন, এ মুহুর্তে সমন্বয় নয় নিরবচ্ছিন্ন গ্যাস নিশ্চিত করা হবে। ডায়নামিক প্রাইসিং সমন্বয় করা হবে তেলের দাম।
আরোও পড়তে পারেন : বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি শীর্ষ মার্কিন সংস্থাগুলোর