অনলাইন ডেস্ক
ক্যান্ডি টেস্টের পঞ্চম দিনে এসেও প্রথম ইনিংসের ব্যাট করছে শ্রীলঙ্কা। বাংলাদেশের দেওয়া ৫৪১ রানের জবাব ভালো ভাবেই দিয়েছে স্বাগতিক ব্যাটসম্যানরা। ব্যাটিং নির্ভর এই উইকেটে দাঁড়িয়ে টাইগারদের দেওয়া বিশাল লক্ষ্য পেরিয়েছে দিমুথ করুণারত্নেরা। তবে চতুর্থ দিনে বাংলাদেশের প্রাপ্তির খাতা শূন্য হলেও পঞ্চম দিনের শুরুতে ধনাঞ্জয়া ডি সিলভাকে ও দিমুথ করণারত্নেকে ফিরিয়ে সাফল্য এনে দিয়েছেন তাসকিন আহমেদ।
আলোক স্বল্পতার কারণে চতুর্থ দিনের শেষ সেশনে দু’বার খেলা বন্ধ রাখা হয়। পরে সম্ভব না হওয়ায় চতুর্থ দিনের ১৫ মিনিট হাতে থাকতেই তিন উইকেট ৫১২ রানে খেলা শেষ করা হয়। এরপর আজ পঞ্চম দিনে এসে শুরু থেকে মারমুখী ভঙ্গিতে খেলতে থাকেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান করুণারত্নে।
বড় কোনো অঘটন না ঘটলে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট ড্রয়ের দিকে যাচ্ছে। কারণ এই ম্যাচের আজ পঞ্চমদিন। যদিও এখনো শ্রীলঙ্কার প্রথম ইনিংসই শেষ হয়নি।
এর আগে নাজমুল হোসেন শান্তর ১৬৩ ও অধিনায়ক মুমিনুল হকের ১২৭ রানের সুবাদে সাত উইকেটে ৫৪১ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল সফরকারী বাংলাদেশ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা