অনলাইন ডেস্ক
জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্রুতই সাজঘরে ফেরেন লেন্ডেল সিমন্স। ৬ বলে মাত্র ৩ রান করে জর্জ লিন্ডের বলে প্যাভিলিয়নের পথে হাঁটেন ডানহাতি এই ওপেনার। সিমন্স ফিরলেও এক প্রান্তে দাঁড়িয়ে দ্রুত রান তুলতে থাকেন এভিন লুইস। এদিকে তিনে নেমে থিতু হতে পারেননি ক্রিস গেইল। ৯ বলে ১১ রান করে তাবরাইজ শামসির বলে উইকেটের পেছনে থাকা ডি ককের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। দুই ওভারের ব্যবধানে সাজঘরে ফেরেন লুইসও। যদিও এনগিদির বলে ফেরার আগে দ্রুতগতিতে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন।
৩৪ বলে ৫২ রান করার দিনে পাঁচটি চার ও তিনটি ছক্কা মেরেছেন লুইস। থিতু হতে পারেননি কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেল। পোলার্ড ১৩ ও রাসেল ফিরেছেন শূন্য রানে। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে শিমরন হেটমায়ার ৩৩ রান করেন। যা ছিল অনেকটা ধীরগতির। ৩১ বলে ৩৩ রান করে হেটমায়ার ফিরলে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ থেকে ছিটকে যায়। শেষ দিকে নিকোলাস পুরান ১৪ বলে ২০ রান করলেও সেটা কাজে আসেনি। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ১৪৩ রানে থামলে ২৫ রানের হেরে ঘরের মাঠে সিরিজ খোয়ায় ক্যারিবীয়রা। দক্ষিণ আফ্রিকার হয়ে এনগিদি তিনটি, রাবাদা ও মুল্ডার নিয়েছেন দুটি করে উইকেট।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। দলটির হয়ে মার্করাম ৭০ ও ডি কক করেছেন ৬০ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ফিদেল এডওয়ার্ডস দুটি আর একটি করে উইকেট নিয়েছেন ডোয়াইন ব্রাভো ও ওবেড ম্যাককয়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা