অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি-পিএসজি।মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় পার্ক দে প্রিন্সেসে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নদের স্বাগত জানাবে পিএসজি।
পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো জানান, মেসি খেলবে এই প্রত্যাশা আমিও করছি। তবে শুরু একাদশে থাকবে কি না তা এখনই বলা যাচ্ছে না। আর দলের পরফরম্যান্সের বিষয়ে বলব, সবার মধ্যে ভালো বোঝাপড়া হতে আরও সময় প্রয়োজন।
সবশেষ মৌসুমে সেমিফাইনালে পিএসজির বিপক্ষে ৪-১ অ্যাগ্রিগেটে ফাইনাল নিশ্চিত করেছিল ম্যানচেস্টার সিটি। এবার গ্রুপ পর্বেই মুখোমুখি দুদল। তবে এবার এই ক্লাবে মেসি, সার্জিও রামোসরা যোগ দিয়েছেন, তাই কঠিন লড়াইয়ের আশা করছে ফুটবলপ্রেমীরা।
ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা জানান, গত মৌসুমে যা হয়েছে, তা তখনই শেষ। এবার সবচেয়ে আলাদা বিষয় হলো- ওই দলে মেসি আছেন। আর মেসি-নেইমার-এমবাপ্পে যে আক্রমণভাগে আছে তাদের কীভাবে মোকাবেলা করা যায় আমার জানা নেই।
গ্রুপ অব ডেথ খ্যাত ‘বি’ গ্রুপে মুখোমুখি হচ্ছে পোর্তো-লিভার পুল। এই গ্রুপের অপর ম্যাচে স্বাগতিক এসি মিলানের প্রতিপক্ষ অ্যাতলেটিকো মাদ্রিদ। ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে আরও পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাত ১টায় শেরিফের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা