অনলাইন ডেস্ক
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে সুইডেনের কনস্যুলেটে হামলার ঘটনায় এক নারী আহত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে মঙ্গলবার (১লা আগস্ট) এ ঘটনা ঘটে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
তুরস্কের স্থানীয় প্রশাসন জানিয়েছে, ‘মানসিকভাবে বিকারগস্ত’ এক ব্যক্তি এ হামলা চালিয়েছে। এ ঘটনায় একজন নারী কর্মকর্তা আহত হয়েছেন। ওই নারী দূতাবাসের সচিব হিসেবে কর্মরত। এরই মধ্যে তুর্কি কর্তৃপক্ষ বন্দুকসহ হামলাকারীকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।
আরোও পড়তে পারেন : পাকিস্তানে দুটি মসজিদে হামলা চালিয়েছে ভারত, নিহত বেড়ে ৮