শরীরের কোন বিশেষ অংশে একটি তিলের অবস্থান সেই অঙ্গের সৌন্দর্যকে অনেকাংশে বাড়িয়ে তোলে। ইংরেজীতে ‘ফ্রিকেলস’ নামে পরিচিত শরীরের কালো কালো এই দাগগুলো ক্ষেত্র বিশেষে আবার ‘বিউটি স্পট’ নামেও পরিচিত।
তিল সৌন্দর্য বাড়ায়। কখনো তিল শুভ আবার কখনো অশুভ। প্রত্যেক মানুষের শরীরেই কমবেশি তিল থাকে। তিলহীন মানুষ বোধহয় পাওয়া খুবই দুষ্কর। এই তিল নিয়ে মানুষের মনে আগ্রহের কমতি নেই।
তিলের অবস্থান থেকেও একজন মানুষের আচার-আচরণ বা প্রকৃতিগত কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করা যায় বলে মত প্রচলিত আছে। ভবিষ্যতের বেশ কিছু শুভ পূর্বাভাসও পাওয়া যায় তিল দেখে। চলুন জেনে নেওয়া যাক শরীরের কোথায় তিল থাকলে কী হয়।
শীতে খুশকি থেকে বাচাঁর উপায়
১) পায়ের পাতায় তিলচিহ্ন খুব সৌভাগ্য আনে। প্রাচীন ভারতীয় সামুদ্রিক শাস্ত্রের মত। এরা অনেক ভ্রমণ করে থাকেন।
২) কোমরের যেকোনো দিকে তিলচিহ্ন থাকলে, তিনি প্রচুর সৌভাগ্যের অধিকারী। এরা প্রচুর অর্থের মালিক হলেও কোনো না কোনো ভাবে তারা আজীবন অসুখী থাকেন।
৩) নাভির ডানদিকে তিলচিহ্ন থাকলে, প্রচুর অর্থ প্রাপ্তির ব্যাপারে এটা শুভচিহ্ন। এছাড়া এরা নিজেরাও বিরাট পরিমাণ সম্পদের অধিকারী হয়ে থাকেন। এরা কিছুটা পেটুক গোছের। আর তাইতো প্রাপ্ত অর্থের বেশির ভাগটাই খাদ্যের পিছনে খরচ করেন।
৪) ডান হাতের আয়ুরেখার কাছে তিলচিহ্ন থাকলে, এরা প্রচুর ধন সম্পদের অধিকারী হয়ে থাকেন এবং জীবনে খুব সফল হন। এই তিলচিহ্ন করতলের উপরের দিকে থাকে, তবে সাফল্য খুব অল্প বয়সেই আসে। আবার তিলচিহ্নটা করতলে নীচের দিকে থাকলে অনেক সংগ্রাম করে মাঝ বয়সের পর সাফল্য আসে।
৫) কনিষ্ঠায় তিল থাকলে তারা সারা জীবন নানা কারণে ভ্রমণ করে থাকেন। এদের আর্থিক অবস্থাও ক্রমশ ভাল থাকে।
৬) বুকের ডানদিকে তিলচিহ্ন থাকলে আজীবন শান্তিপূর্ণভাবে সুখে দিন কাটান। এরা প্রচুর অর্থের মালিক হন।
ভারতে সরকারি ওয়েবসাইটে গরুর মাংসের বিজ্ঞাপন, তুমুল বিতর্ক
৭) থুতনির যেকোনো পাশে তিল থাকলে জন্ম থেকেই আর্থিক সমৃদ্ধিতে বড় হন। আজীবন আর্থিক অবস্থা ভাল থাকে। দোষের মধ্যে, এরা নিজেদের পরিবারের গণ্ডির বাইরে মিশতে পারেননা।
৮) মুখের ডানদিকে কান ঘেঁসে কান ও গালের মধ্যবর্তী স্থানে তিল থাকলে ছোট বয়স থেকেই আর্থিক স্বচ্ছলতা ও স্বাচ্ছন্দ্যে পরিবারে মানুষ হয়ে থাকেন। একটু বেশি বয়সে বিয়ে হলেও আর্থিক স্বাচ্ছল্য পরিবারেই বিয়ে হয়।
৯) ডান গালে তিল থাকলে বিয়ের পর এরা বিশাল অর্থের মালিক হন।
১০) ঠোঁটের উপরে তিল থাকলে জীবনের একেবারে প্রথম দিকে যে কোনোভাবে অর্থ ও সম্পদের মালিক হবেন। তবে এরা খুব একগুঁয়ে প্রকৃতির।
১১) মুখের ডানদিকে যেখানে নাক ও গাল এক জায়গায় মিশেছে, সেই রকম জায়গায় তিল থাকলে বোঝায়, ভবিষ্যতে এরা বিরাট রকমের সাফল্য ও সম্পদের মালিক হতে চলেছেন। এটা হবে ৩০ বছর বয়সের কাছাকাছি সময়ে। এরা অনেক ভ্রমণ করবেন। বিয়ের অব্যবহিত পরেই অর্থ ও সম্পদের মালিক হবেন।
বিশ্বের সেরা দেশের তালিকায় নেই বাংলাদেশ
১২) কপালে দুই ভ্রূর মাঝখানে যেখানে টিপ, তিলক পরা হয়, সেখানে যদি তিল থাকে, তবে স্থায়ী শান্তিপূর্ণ জীবন হয় আর সেই জীবনে কাজের সূত্রে প্রচুর বিদেশ ভ্রমণ হয়ে থাকে। এরা প্রচুর ধন সম্পদের মালিক হয়।
১৩) যাদের ঠোঁটে তিল রয়েছে তাদের হৃদয়ে ভালোবাসা ভরপুর। এরা কামুকও হতে পারেন। ঠোঁটের নিচে তিল থাকলে সে ব্যক্তির জীবনে দারিদ্র্য বিরাজ করে।
পুরুষের শরীরে ডান দিকে এবং নারীদের শরীরে বাঁ দিকে তিল থাকা শুভ। কোনো ব্যক্তির শরীরে ১২টির বেশি তিল হওয়া শুভ মনে করা হয় না। ১২টার কম তিল হওয়া শুভ ফলদায়ক।
গবেষকদের মতে, শরীরে কোন তিল বা আঁচিল দেখে অস্বাভাবিক মনে হলে বা ব্যথা হলে অবশ্যই তাড়াতাড়ি ত্বকের ডাক্তারের কাছে যেতে হবে। ‘ব্রিটিশ জার্নাল অব ডার্মাটোলজি’তে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে যে, তিল বা আঁচিলের যে কোন অস্বাভাবিকতাই ক্যান্সারের লক্ষণ হতে পারে।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা