ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আবারও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন ও ডাকসু ভবনের মাঝখানের রাস্তায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগের মতোই কলা ভবনের ছাদ থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। কে বা কারা এর সঙ্গে জড়িত তা চিহ্নিত করা যায়নি।
ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। সিটি কর্পোরেশন নির্বাচনের মহাত্ম্য নষ্ট করতে এই অপতৎপরতা চালাচ্ছে একটি গোষ্ঠী।
নিউ মার্কেট পুলিশ ফাঁড়ির এসআই রইস উদ্দিন বলেন, কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বা কোথা থেকে ককটেলটি ছুড়ে মারা হয়েছে তা অনুমানের উপর বলা যাচ্ছে না। তবে এতে কারো কোনো ক্ষতি হয়নি।
গত ২৬ ডিসেম্বর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ঢাবিতে। এর তিনদিন পর ২৯ ডিসেম্বর সকাল ৯টায় মধুর ক্যান্টিনের সামনে তিনটি এবং বিকাল সাড়ে ৫টার দিকে ডাকসু ভবনের পাশে ককটেল ফাটানো হয়। পরদিন ফের মধুর ক্যান্টিনের সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছিল।
১ জানুয়ারি সকালে অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের কয়েক গজ দূরে একটি ককটেল বিস্ফোরিত হয় ।
৫ জানুয়ারি সকাল ১১টা থেকে আধা ঘণ্টার মধ্যে কলাভবনের তিনটি স্থানে তিনটি ককটেল ফাটানো হয়েছিল, যার দুটি বিস্ফোরিত হয় ছাত্রদলের কর্মসূচি চলার সময়।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা