অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। শনিবার (২৮শে অক্টোবর) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকে।
বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সমাবেশ। এ উপলক্ষে শুক্রবার দুপুরের আগেই বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মঞ্চ তৈরির কাজ শুরু হয়।
ক্ষমতাসীন দল ও বিরোধীদের এসব সমাবেশকে কেন্দ্র করে আজ সকাল থেকেই ঢাকা হয়ে উঠছে মিছিল ও সমাবেশের নগরী।
এদিকে, রাজধানীতে বড় দুই দলের রাজনৈতিক কর্মসূচিকে সামনে রেখে ঢাকার প্রবেশমুখ সহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও যাত্রীদের তল্লাশি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তা বাড়ানো হয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোয়।
আরোও পড়তে পারেন : বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নাম বদলে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ