অনলাইন ডেস্ক
চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সবজিবাহী এক ট্রাকের সঙ্গে অপর ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন ২ জন।
শুক্রবার (১৯ জুন) দিনগত রাত ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুল ইসলাম জানায়, ‘রাতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড় কমলদহ এলাকায় চট্টগ্রামমুখী লেইনে সবজিবাহী একটি ট্রাককে আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ট্রাক চালক শফিউল ইসলাম (৩২) ও চালকের সহকারী লিটন (৩৮) ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনাস্থলে থেকে কুমিরা ফায়ার সার্ভিস এসে মরদেহ দুটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আরোও পড়তে পারেন : ট্রানজিট সুবিধা প্রত্যাহার, বেনাপোল থেকে ফেরত এল পণ্যবোঝাই ট্রাক