ব্যাংকিং ব্যবস্থাকে পুর্নগঠনের জন্য ১৮ হাজার কর্মী ছাঁটাই শুরু করেছে জার্মানি ভিত্তিক বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান ডয়েচে ব্যাংক। সোমবার থেকে টোকিও, লন্ডন, নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যাংকটির কর্মীদের ছাঁটাই কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।
বিবিসি জানিয়েছে, কেবল লন্ডনেই ব্যাংকটির কর্মী সংখ্যা ৮ হাজার। যার মধ্যে ৮শ, কর্মী ছাঁটাই কার্যক্রমে পড়েছেন। ডয়েচে ব্যাংকের এক মুখপাত্র জানিয়েছে, বিনিয়োগ সঙ্কুচিত করার মাধ্যমে ব্যাংককে আরও শক্তিশালী করার লক্ষ্যে ব্যাংককে পুনর্গঠন করা হচ্ছে। এপ্রিলে প্রতিদ্বন্দ্বী কমার্স ব্যাংকের সঙ্গে একীভূতকরণ সংক্রান্ত আলোচনা ব্যর্থ হওয়ার পর প্রতিষ্ঠানটিকে পুনর্গঠনের সিদ্ধান্ত নেয় ডয়েচে ব্যাংক। এর অংশ হিসেবে ইক্যুইটি সেলস ও ট্রেডিং বিজনেস বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে তারা।
এরই ধারাবাহিকতায় রবিবার ব্যাংক কর্তৃপক্ষ ১৮ হাজার কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দেয়। ডয়েচে ব্যাংক জানিয়েছে, ২০২২ সাল নাগাদ বিশ্বজুড়ে তাদের কর্মী সংখ্যা কমিয়ে ৭৪ হাজারে নামিয়ে আনা হবে।
NB:This post is copied from dbcnews.tv
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা