অনলাইন ডেস্ক
গুগল ডুয়ো ভিডিও চ্যাট অ্যাপ দিয়ে এবার ডেক্সটপেও কথা বলা যাবে।অ্যাপটি ক্রোমে বা অন্য ব্রাউজারে ব্যবহার করতে শুধু গুগল অ্যাকাউন্ট প্রয়োজন হবে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রিভিউ হিসেবে ফিচারটি সবার ডিভাইসে পৌঁছে যাবে।এছাড়াও, ডুয়োতে যুক্ত হচ্ছে ফ্যামিলি মোড। এই ফিচার দিয়ে স্ন্যাপচ্যাটের মতো ফিল্টার ব্যবহার করা যাবে। ভিডিও কলের সময় মিউট ও হ্যাং আপ বাটন দেখাবে না গুগল।
ফলে ইচ্ছামতো ডুডল আঁকা যাবে। ভুল করে সাউন্ড অফ বা ফোন কেটে দেওয়ার আশংকা থাকবে না।ডেক্সটপে অন্যকে ইনভাইট করতে ইউআরএল লিঙ্ক সেন্ড করতে হবে। জুম ও ম্যাসেঞ্জার রুমেও একই পদ্ধতিতে অন্যদের ইনভাইট করা যায়।
গুগল ডুয়ো চালু হয় ২০১৬ সালে।
জনপ্রিয় সেবাটি অ্যান্ড্রয়েড ফোনে প্রি-ইনস্টল্ড থাকে। ডুয়োর ভিডিও কলে সর্বোচ্চ ১২ জন একসঙ্গে যোগ দিতে পারেন।
আরোও পড়তে পারেন : পাকিস্তানের বিপক্ষে জয়, টাইগারদের ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন