অনলাইন ডেস্ক
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানকে শুক্রবার (১৫ মে) সকালে দাফনের জন্য আজিমপুর কবরস্থানে আনা হয়। সেখানে সকাল সোয়া ১০টায় তাঁকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি গার্ড অব অনারের সম্মান দেওয়া হয়।
তারপর সেখানে তাঁর জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন তাঁর স্বজন মারকাজুল ইসলাম ও পুলিশের সদস্যরা। পরে জানাজা শেষে স্বাস্থ্যবিধি মেনে সমাহিত করা হয় এই শিক্ষাবিদকে।
বৃহস্পতিবার (১৪ই মে) বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বরেণ্য শিক্ষাবিদ। তাঁর মৃত্যুর পর করোনাভাইরাস টেস্ট করে আনিসুজ্জামানকে করোনা পজিটিভ পাওয়া যায়। তাই পূর্বঘোষিত সব কর্মসূচি বাতিল করা হয়।
এর আগে গত ২৭ এপ্রিল হৃদরোগ সমস্যার পাশাপাশি কিডনি ও ফুসফুসে জটিলতা, পারকিনসন্স, প্রোস্টেট ও রক্তে সংক্রমণের সমস্যা নিয়ে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে মহাখালীতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে শনিবার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দেশের সব ক্রান্তিলগ্নে অসামান্য অবদান রাখা এই শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিসহ সকল স্তরের মানুষ।