অনলাইন ডেস্ক
রেট্রিকিউলেটেড অজগর মূলত এশিয়ার বাসিন্দা। ধারণা করা হচ্ছে ড্রেনেজ নেটওয়ার্কের মধ্য দিয়ে সাপটি ওই টয়লেটে ঢুকে পড়ে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘গ্রাজ শহরের বাসিন্দার নিজস্ব বক্তব্য হলো টয়লেটে বসার পর নিম্নাঙ্গে চিমটি অনুভব করেন।’ সামান্য আহত হওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
অজগর সাপটি কোন জায়গা থেকে টয়লেটে পৌঁছালো তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে এক প্রতিবেশির অ্যাপার্টমেন্ট থেকে পালিয়েছিলো সেটি।
জরুরি সেবা বিভাগের তরফ থেকে যোগাযোগের পর একজন সরীসৃপ বিশেষজ্ঞ টয়লেট থেকে সাপটি অপসারণ করেন। পরে টয়লেটটি পরিষ্কার করে মালিককে বুঝিয়ে দেওয়া হয়।
২৪ বছর বয়সী প্রতিবেশি ১১টি সাপের মালিক। পুলিশ জানিয়েছে, অবহেলার কারণে শারিরীকভাবে ক্ষতি করায় সন্দেহভাজন হিসেবে তাকে তলব করা প্রসিকিউটরের কার্যালয়ে।
রেট্রিকিউলেটেপ অজগর বিশ্বের সবচেয়ে বড় সাপ। এটা স্বভাবজাতভাবে মানুষকে আক্রমণ করে না। তবে হুমকির মুখে পড়েছে বলে মনে করলে কিংবা খাবার ভেবে বসলে কামড় বসাতে পারে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা