অনলাইন ডেস্ক
রায়ে তিনি বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গোপন নথি সরানোর মামলা দায়েরকারী বিশেষ কাউন্সেল জ্যাক স্মিথের নিয়োগ সংবিধানসম্মত ছিল না। মামলাটি খারিজ করে দিয়ে বিচারক অ্যালিন ক্যানন বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন বিশেষ কাউন্সেল পদের জন্য স্মিথকে নিয়োগের নাম ঘোষণা করেননি। এমনকি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটও তার নিয়োগ নিশ্চিত করেনি। ফলে তার নিয়োগ অবৈধ এবং তা সংবিধানের নিয়োগ সংক্রান্ত বিধিরও লঙ্ঘন।
সোমবার দেশটির উইসকনসিন রাজ্যে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন শুরু হয়েছে। সম্মেলন থেকে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাবেন ডোনাল্ড ট্রাম্প।
একদিন আগে শনিবার পেনসিলভানিয়ায় দলের আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার শিকার হন ডোনাল্ড ট্রাম্প। এই হামলা ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনীতি যখন উত্তাল হয়ে উঠেছে, ঠিক সেই সময় সম্মেলনের প্রথম দিনেই ট্রাম্পের বিরুদ্ধে দায়ের করা বহুল আলোচিত মামলাটি খারিজের রায় এসেছে।
সাবেক প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়মুক্তি পাওয়ার অধিকার রাখেন, এমন যুক্তিতে ফেডারেল আদালতে গোপন নথি মামলা খারিজের আবেদন করেছিলেন তার আইনজীবীরা।
এর আগে, গত ১ জুলাই দেশের প্রেসিডেন্টের পদে থাকা অবস্থায় যেসব দাপ্তরিক অপরাধমূলক পদক্ষেপ নিয়েছেন, সেসবের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আংশিক দায়মুক্তি ভোগ করবেন বলে রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট।
গোপন নথির মামলায় তদন্তকারীদের মিথ্যা তথ্য দেওয়া ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি নিজের ফ্লোরিডা এস্টেটের বলরুমে এবং বাথরুমে রাখার অভিযোগ আনা হয়েছিল। তবে ট্রাম্পের দাবি, তিনি কোনও অন্যায় করেননি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা