অনলাইন ডেস্ক
টেলিগ্রাম বটের মাধ্যমে আপনি এই কাজ করতে পারবেন। কিভাবে করবেন? শুধু লিঙ্ক বা ছবি দিলেই কাজ করে দেখাবে এই বট। দেরী না করে তাই জেনে নিই কিভাবে এটি কাজ করবে
টেলিগ্রামের প্রথম বট
টেলিগ্রাম অ্যাপে গিয়ে ফটোকালারাইজারবট (photocolorizerbot) লিখে সার্চ করুন । এখানে আপনি যে কোনও পুরনো সাদা কালো ছবি দিলে তা মুহূর্তে রঙিন করে দেবে এই বট। পরিবারের কোনও পুরনো ছবি থাকলে তা এখানে আপলোড করে সেটি রঙিন করে তুলতে পারেন। শুধু ওই ছবি দিতে হবে টেলিগ্রাম বটকে। পুরনো স্মৃতি রঙিন করে তুলতে এই টিপস কাজে আসতে পারে।
দ্বিতীয় বট
এবার টেলিগ্রামে গিয়ে সার্চ বক্সে লিখুন downloadly.IO। এই বটে জয়েন করার পর স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। এবার আপনি সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা ইউটিউবের কোনো ভিডিও, শর্টস বা রিলস ডাউনলোড করতে চাইলে তার লিঙ্ক কপি করে এখানে ফেলতে হবে। তাহলেই সেই ভিডিও ডাউনলোড হয়ে যাবে আপনার ফোনের গ্যালারিতে।
তৃতীয় বট
টেলিগ্রামের তৃতীয় বটের নাম Amazon Pricetracker bot । বিখ্যাত ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন। যেখানে ইলেকট্রনিক্স, ফ্যাশন, গ্যাজেট, গ্রশারি, বিউটি-সহ একাধিক প্রোডাক্ট বিক্রি হয়। অনেকেই এখান থেকে নিয়মিত শপিং করেন। আপনি যে দাম দিয়ে শপিং করছেন তা সঠিক কিনা সেই তথ্য বলে দেবে এই বট। যে কোনও প্রোডাক্ট ও তার দাম ট্র্যাক করতে পারবেন আপনি। অর্থাৎ দাম উঠানামা করলে সে তথ্যও জানা যাবে।
কেনো জিনিসের দাম কমলে তা আপনার মোবাইলের নটিফিকেশনে জানিয়ে দেওয়া হবে। যার মাধ্যমে আপনি ওই প্রোডাক্ট সবথেকে কম দামে কিনতে পারবেন। যারা ঘন ঘন অ্যামাজন থেকে শপিং করেন তাদের জন্য এটি খুবই উপকারে আসবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা