অনলাইন ডেস্ক
রিও ডি জেনিরোর মানে গারিঞ্চা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের র্নিধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র হলে ফল নির্ধারণ করা হয় টাইব্রেকারে। নির্ধারিত সময়ে অবশ্য উভয় দলই গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু তা কাজে লাগাতে পারেনি কোন দলই।
টাইব্রেকারে মহানায়কে পরিণত কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড ওসপিনা। উরুগুয়ের দুটি শট রুখে দিয়েছেন তিনি।অন্যদিকে কলম্বিয়ার চারটি শটের একটিও থামাতে পারেননি উরুগুয়ের গোলরক্ষক।
প্রথমে শট নিয়ে স্কোরে নাম লেখান কলম্বিয়ার ডুভান জাপাতা। বিপরীতে নিজেদের প্রথম শটে গোল করেন উরুগুয়ের তারকা ফরোয়ার্ড এডিনসন কাভানিও। দ্বিতীয় শটেও জালে বল জড়ান কলম্বিয়ার ডেভিনসন সানচেজ। কিন্তু উরুগুয়ের হোসে মারিয়া গিমিনেজের শট ডান পা দিয়ে ঠেকিয়ে দেন ওসপিনা। ২-১ এ এগিয়ে যায় কলম্বিয়া।
তৃতীয় শটে জালের ঠিকানা খুঁজে নেন কলম্বিয়ার ইয়েরি মিনা। উরুগুয়ের পক্ষে সফল হন লুইস সুয়ারেজ। স্কোর হয় ৩-২। কলম্বিয়ার হয়ে টানা চতুর্থ শটে গোল করেন মিগুয়েল বোরহা। এরপর মাতিয়াস ভিনার শট ঠেকিয়ে দেন ওসপিনা। স্কোর হয় ৪-২। ফলে পঞ্চম শটের প্রয়োজন পড়েনি। কলম্বিয়ার সেমির টিকিট নিশ্চিত করে উল্লাসে ভাসেন ডেভিড ওসপিনা।
ম্যাচ শেষে অসপিনা বলেন, ‘আমরা আমাদের দেশকে আনন্দ দিতে চাই। যাতে সবাই শান্তিতে থাকতে পারে।’
উরুগুয়ের কাভানি মনে করেন দল হারলেও তাদের দলের খেলায়া অনেক উন্নতি ঘটেছে। তিনি বলেন, ‘আমাদের এখানকার অভিজ্ঞতা বেশ ভাল। তবে আমরা বিদায় নেয়ায় খারাপ লাগছে। আসলে টাইব্রেকার এমনই। তাতে যে কেউ জিততে পারে আবার হারতে পারে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা