হাজারতম ম্যাচে স্মরণীয় জয়ে নিজে অনুপস্থিত থাকলেও দলের জয়ে উচ্ছ্বসিত সাকিব আল হাসান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সতীর্থদের অভিনন্দন জানাতে ভুলেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সাকিব লিখেছেন, ‘চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স! অভিনন্দন বাংলাদেশ! তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছ একটি গৌরবময় মুহূর্ত।’
ক্রিকেটারদের আন্দোলন, তামিমের সরে দাঁড়ানো, সাইফের ইনজুরি আর সাকিবের নিষেধাজ্ঞায় কোণঠাসা ছিল টাইগাররা ভারতের মাটিতেই উড়ন্ত ভারতকে হারিয়ে লিড নিয়েছে।
সাকিবের অনুপস্থিতিতে মুশফিক, লিটন, মোস্তাফিজরা নিজেদের সবটুকু ঢেলে দিতে চেয়েছেন।টি-টোয়েন্টির হাজারতম ম্যাচে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে টাইগাররা।
ভারত সফরে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপ কালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ভারত অনেক শক্তিশালী দল সবাই জানে। ভারতে এসে যদি কোনো দল ওদের হারাতে পারে, সেটা বাংলাদেশ।
রোববার রাতে অরুণ জেটলি স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্বাগতিকরা তুলেছিল ১৪৮ রান। টার্গেটে খেলতে নেমে তিন বল বাকি থাকতেই সাত উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। সর্বোচ্চ ৬০ রান করেন মুশফিকুর রহীম। ৩৫ বলে ৮টি চার ও ১টি ছয়ের মারে তিনি এই রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৭ বলে ১৫ রান নিয়ে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা