মুন্সীগঞ্জ প্রতিনিধি
নিহত মনির হোসেন মাঝি সদর উপজেলার মধ্য মাকাহাটি গ্রামের মৃত অফিস উদ্দিন মাঝির ছেলে। সে আলদি বাজাােরর কসমেটিক দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন।
টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি)শাহ্ মোঃ আওলাদ হোসেন জানান, গতকাল ১৯ মে সকাল ১০ টার দিকে আলদি বাজারের কসমেটিক দোকানের কর্মচারী মনির তার মালিক লিটনের সাথে মাকাহাটি গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। আলদি বাজারের মূল সড়কে দাড়ানো অবস্থায় একটি অটো একটি সাইকেলতে ধাক্কা দেয়। সাইকেলটি মনির ও তার মালিক লিটনের গায়ের উপর পড়ে। এতে অটো চালক সাইকেল চালকের উপর চড়াও হলে মনির ও লিটন সাইকেল চালকের পক্স নিয়ে অটো চালককে ধমক দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ ঘটনার জের ধরে আজ সকাল ৮ টার দিকে টঙ্গীবাড়ি সীমানাবর্তী সদর উপজেলার মোলাকান্দি ইউনিয়নের মহেশপুর গ্রামের অটো ড্রাইভার রাজু ও তার ৫/৬ জন সঙ্গীসাথি নিয়ে আলদিবাজারের কসমেটিক দোকানে এসে মনির ও মালিক লিটনকে মারধর করে। মনির দৌড়দিলে তার পাজোরে ছুরিকাঘাত করলে রক্তক্ষরণ হয়। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের মৃহদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। গ্রেফতার অভিযান চলছে ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা