সাংস্কৃতিক চর্চা কার্যক্রম পরিচালনার জন্য ঝালকাঠিতে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলার ১০টি স্কুলে মঙ্গলবার হারমোনিয়াম ও তবলা বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মোঃ জোহর আলী সংশ্লিষ্ট শিক্ষকদের হাতে সঙ্গীতসামগ্রী তুলে দেন। ডিসি অফিসের সুগন্ধা হলে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোঃ আল মামুন এবং স্কুলের প্রধান শিক্ষক, সঙ্গীত শিক্ষক ও তালযন্ত্র সহায়কসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু এই তথ্য জানান।
হারমোনিয়াম পেয়েছে সেই স্কুলগুলো হচ্ছে : ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়, সুগন্ধা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয়, রাজাপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়, রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কাঠালিয়া পাইলট উচ্চ বিদ্যালয় ও কাঠালিয়া পাইলট বালিকা বিদ্যালয়।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা