অনলাইন ডেস্ক
বাংলাদেশ দলের প্রথমবারের মতো অধিনায়কত্ব পেয়ে গর্বিত বলে জানিয়েছেন শান্ত। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে নাজমুল হোসেন শান্ত বলেন, ক্রিকেট খেলোয়াড় হিসেবে আমার জন্য এটা অনেক গর্বের ব্যাপার। আমার পরিবারের সদস্য, তাদের জন্যও অনেক গর্বের ব্যাপার। আলহামদুল্লিলাহ, ক্রিকেট বোর্ড এই সুযোগটা দিয়েছে। আমি খুবই রোমাঞ্চিত। আশা করি কালকের দিনটা উপভোগ করব।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতে হেরে ইতোমধ্যে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। তবুও শেষটা সুন্দর করতে চান বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত। এই ম্যাচে জয় দিয়ে আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ যাত্রা করতে চায় টাইগাররা।
এ প্রসঙ্গে নাজমুল হোসেন শান্ত বলেন, যেকোনো সময় জয় খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় দেশের হয়ে খেলাটা অনেক গর্বের। তাই দেশের হয়ে আমরা যখন ম্যাচ জিতব তখন সেটা দেশের জন্যই ভালো হবে। আমার কাছে মনে হয় যে, সামনে বিশ্বকাপ আছে; এই ম্যাচ যদি আমরা জিতি তাহলে ম্যাচ জিতলে তো অবশ্যই ভালো লাগা কাজ করে।
সন্তানের বাবা হয়েছেন সম্প্রতি, এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে খেলেছেন দুর্দান্ত দুই ইনিংস, এবার অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে নতুন যাত্রা; সাফল্যের পেছনে সন্তানকে ‘লাকি’ বললেন এই ক্রিকেটার। স্বপ্ন আছে ভবিষ্যতেও অধিনায়কত্ব করার। এটা আসলে প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন, যে দেশের প্রতিনিধিত্ব করবে। ভবিষ্যতে যদি আবার সুযোগ আসে, আবার ভালোভাবে করার চেষ্টা করব।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা