নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে জাহাজ শ্রমিক মাহাবুর রহমান হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবীতে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, পাওনা টাকা চাওয়ার অপরাধে একজন শ্রমিককে পিটিয়ে হত্যা করা নজিরবিহীন। তারা বলেন, সরকারী দলের ছত্রছায়ায় পথের টোকাইও যে আজ দূধর্ষ হত্যাকরীতে রূপান্তর হচ্ছে জাহাজ শ্রমিক মাহাবুর রহমান হত্যা তারই উৎকৃষ্ট প্রমাণ।
নেতৃবৃন্দ অবিলম্বে জাহাজ শ্রমিক মাহাবুর রহমান হত্যায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাস্তির দাবী করে বলেছেন, জাহাজ শ্রমিকদের মধ্যে অভিযোগ রয়েছে নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীতে এইসব হত্যাকারীরা দির্ঘদিন ধরে চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্ম করে আসলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। দেশের বিচারহীনতার সংস্কৃতির কারণেই এই ছিচকে চাঁদাবাজরা বারবার অপরাধ করেও পার পেয়ে যাওয়ায় আজ হত্যাকান্ডের মতো এত বড় অপরাধ সংগঠিত করার মতো দুঃসাহস দেখাতে পেরেছে।
নেতৃবৃন্দ অবিলম্বে নৌযান শ্রমিকদের জন্য শীতলক্ষ্যা নদীকে চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত একটি অবাধ কর্মক্ষেত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাহাজ শ্রমিক মাহাবুর রহমান হত্যার প্রধান আসামী সবুজ সিকদার, চুন্নুসহ অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ সাস্তির ব্যবস্থা করে দৃষ্টান্ত সৃষ্টির জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোড় দাবী করেন।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক শ্রমিকনেতা হাফিজুল ইসলামের সভাপতিত্বে আজ বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের অন্যতমনেতা আবু হাসান টিপুর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শ্রমিকনেতা মাহমুদ হোসেন, হাফিজুর রহমান, আব্দুল হাই শরিফ, শহিদুল আলম নাননু, বিমল কান্তি দাস, আঃ কাদির, এস এম শামীম ওসমান প্রমূখ।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা