অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মহাসচিবের জামিন বা বিচারের সব সিদ্ধান্ত আদালতের, এটা সরকারের কোন বিষয় না। তবে জামিন পেলে অপরাধ মুছে যাবে না। তাদের বিরুদ্ধে মামলা চলবে। বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা দেয়া হলেও তাদের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সরকার এখনও ভাবছে না বলেও জানান ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার(১৫ই ফেব্রæয়ারি) দুপুরে, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময় ওবায়দুল কাদের জানান, সংসদীয় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে। দল যাদের যোগ্য মনে করেছে তাদেরই মনোনয়ন দিয়েছে।
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে বেশ কয়েকজন গত ১২ই ফেব্র“য়ারি থেকে গ্রামীণ টেলিকম ভবন অবরুদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ করেছেন ডক্টর মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
এসময় ডক্টর ইউনূস বলেন, নিজের অফিসে ঢুকতে বাধা দেয়া হচ্ছে। গ্রামীণ টেলিকম ভবন একটি স্বপ্নের বাস্তবায়ন উলেখ করে তিনি বলেন, হঠাৎ চারদিন আগে থেকে বহিরাগত লোকজন জবরদখল শুরু করেছে। পুলিশও কোন সহযোগিতা করছে না বলে অভিযোগ করেন ডক্টর ইউনূস। এভাবে কোনকিছু চলতে পারে না বলেও জানান তিনি।