অনলাইন ডেস্ক
জামালপুরের সরিষাবাড়ীতে ঢাকা থেকে তারাকান্দিগামী ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের তিনটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। সরিষাবাড়ি ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।এ বিষয়ে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা তালহা বিন জসিম কালবেলাকে জানিয়েছেন, জামালপুরের সরিষাবাড়িতে যমুনা এক্সপ্রেস নামক ট্রেনের ৩টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত দেড়টায় পুলিশ প্রহরায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানো শুরু করে। এর আগে রাত ১টা ২০ মিনিটের দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রাত দুইটা পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছিল। ওই সময় পর্যন্ত কোনো হতাহত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
আরোও পড়তে পারেন : আগামীকাল কালো আর্মব্যান্ড পরে খেলবে বাংলাদেশ-পাকিস্তান