অনলাইন ডেস্ক
গত বুধবার ডিএসসিসির উদ্যোগে বাস্তবায়িত ওসমানী উদ্যানের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ কথা বলেন।
ডিএসসিসি জানিয়েছে, আগামী রোববার থেকে ব্যক্তি মালিকানাধীন ছাড়া দক্ষিণের সব জলাশয় পরিষ্কারের কার্যক্রম শুরু হবে।
এই সিটি করপোরেশনের আওতায় থাকা নর্দমা পরিষ্কারের কাজ শুরু হবে এরপরের রোববার থেকে।
ডিএসসিসির এই উদ্যোগ প্রসঙ্গে মেয়র বলেন, “এই জলাশয়গুলো পরিষ্কার করার পর আমরা সেখানে মাছ চাষের ব্যবস্থা করব এবং হাঁস অবমুক্ত করব, যাতে করে সব সময় পানি সচল থাকে।
“ফলে জলাশয় ও নর্দমা জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি মশক নিধনেও কার্যকর ভূমিকা রাখবে।”
তিনি বলেন, “পর্যায়ক্রমে আমরা সেসব কার্যক্রম বাস্তবায়ন করব। আশা করি, এর মাধ্যমে ঢাকাবাসী পরিবর্তনের প্রতিফলনটা শিগগিরই উপলব্ধি করতে পারবে।”
এদিন ওসমানী উদ্যান উন্নয়ন প্রকল্পের কার্যক্রম দেখা শেষে কাজের শ্লথগতিতে উষ্মা প্রকাশ করেন মেয়র।
প্রকল্পের কার্যক্রমে গতি আনতে কিছু নির্দেশনাও দেন তিনি।
পরে মেয়র বংশালের বাংলাদেশ মাঠের উন্নয়ন কাজের প্রকল্পও ঘুরে দেখেন।
আগামী তিন মাসের মধ্যে তিনি এই প্রকল্পের কাজ শেষ করতে নির্দেশ দেন বলে জানিয়েছে ডিএসসিসি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা