অনলাইন ডেস্ক
সোমবার (১৮ জানুয়ারি) রাতে র্যাবের সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ রাইজিংবিডিকে বলেছেন, ‘হটলাইন ই-মেইল হেড কোয়ার্টার থেকে মনিটর করা হবে। কোনো জঙ্গি যোগাযোগ করলে সে যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সে ব্যবস্থা করা হবে।’
ইতোমধ্যে র্যাবের আহ্বানে সাড়া দিয়ে পলাতক থাকা অনেক জঙ্গি আত্মসমর্পণ করেছে। সর্বশেষ র্যাব সদর দপ্তরে ৯ নারী ও পুরুষ জঙ্গি আত্মসমর্পণ করে। র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, হটলাইন ই-মেইলে যারা যোগাযোগ করবে, বিশেষ করে যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ নেই, তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আইনি ও আর্থিক সহায়তাসহ প্রয়োজনীয় সবকিছু করা হবে। তবে যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ আছে, তাদের আইনের হাতে সোপর্দ করা হবে। তাদের কীভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে আইনি পরামর্শ দেওয়া হবে। একপর্যায়ে তারাও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা