অনলাইন ডেস্ক
সোমবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে ডিবি কার্যালয় থেকে ছাড়া পাওয়ার কিছুক্ষণ পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
নূর বলেন, ‘ডিবি কার্যালয়ে খুব ভালো ব্যবহার পেয়েছি। কিন্তু রাস্তাতেই তো পিটিয়ে আমাদের আধা-মরা করেছে। রাস্তায় আনার সময়ই তো আমাকে মারছে। সিনেমার স্টাইলে জাম্প করে পুলিশ আমাকে কাঠ দিয়ে বেধড়ক মেরেছে। আমি বলেছি- নেতাকর্মীদের রেখে পালাবো না।’
তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। কিন্তু হঠাৎ পুলিশ কেন আমাদের ওপর হামলা করেছে সেটা বুঝতে পারিনি। রড, কাঠ এসব দিয়ে আমাদের ওপর হামলা চালানো হয়।’
সাবেক এই ভিপি বলেন, ‘আমরা বিভিন্ন সময় হামলা, মামলার শিকার হই। আমি আগেও বলছি এদেশে বিচার নেই, আইনের শাসন নেই, গণতন্ত্র নেই। সুতরাং আমার বিচার হচ্ছে জনগণের কাছে। আমরা তো কোন অপরাধী না, আমরা ছাত্রনেতা। আমরা মার খেলাম, শার্ট ছিঁড়ে গেলো। আমরা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করে চলে যাচ্ছিলাম। কোন প্রকার উস্কানি ছাড়া পুলিশ কেন আক্রমণ করল তা বুঝতে পারিনি। এও বুঝতে পারিনি কী কারণে আমাদের ধরে আনা হলো এবং আবার ছেড়ে দেয়া হলো। যেটা মনে হচ্ছে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য এটা করা হয়েছে।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা