অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (৭ মার্চ) পবিত্র রমজান উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দ্বিতীয় পর্বের পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সকাল সাড়ে ৯টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের তিব্বত মোড়ের পূর্ব কলোনি বাজার সংলগ্ন পলিটেকনিক মাঠে এ উদ্বোধন অনুষ্ঠান হয়।
প্রতি লিটার ১০০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, প্রতি কেজি ৩০ টাকা দরে পাঁচ কেজি চাল, ৭০ টাকায় এক কেজি চিনি, প্রতি কেজি ৬০ টাকা দরে ২ কেজি মশুর ডাল এবং দেড়শো টাকায় এক কেজি খেজুর কিনতে পারবেন সারাদেশের টিসিবি’র ফ্যামিলি কার্ডধারীরা।
বাজারের অর্ধেক দামে পণ্য পেয়ে খুশি নিম্ন আয়ের ক্রেতারা।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ১০০ টাকা কেজি দরে চিনি বিক্রির সিদ্ধান্ত হলেও ভোক্তাদের কথা বিবেচনায় তা থেকে সরে এসেছে টিসিবি।
প্রতিমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণ নয়, বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা। কেউ বাজার অস্থিতিশীল করতে চাইলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
তিনি জানান, খেজুরের শুল্ক কমানো হয়েছে, শিগগিরই বাজারে এর সুফল মিলবে।
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে এ পর্যন্ত ২৭ লাখ স্মার্ট কার্ড পেয়েছে বলে জানালেন সংস্থার চেয়ারম্যান আরিফুল হাসান।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা